আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১৭ বার
সিরিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) হামলায় অন্তত ৫৩ বেসামরিক সিরীয় নাগরিক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের মরু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের সংবাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিয়া সরকারের পক্ষ থেকে এই দাবি করা হলেও আইএসআইএসের পক্ষ থেকে এখনো এই হামলার দায় স্বীকার করা হয়নি।
একই সময়ে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএসআইএস শুক্রবার পালমিরা অঞ্চলের সখনা এলাকায় হামলা চালিয়ে অন্তত ৩৬ জনকে হত্যা করেছে। এ সময় ঘটনাস্থলে থাকা আরও অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিগত কয়েক বছর ধরেই আইএসআইএস সিরিয়ায় নারী ও শিশুদের ব্যাপকভাবে টার্গেট করে হত্যা করছে। বিশেষ করে সিরিয়ার মধ্য ও উত্তারাঞ্চলের মরু এলাকায় এসব হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। শুক্রবারের হামলার আগে, গত ১১ ফেব্রুয়ারি (শনিবার) একই এলাকায় চোরাচালানকারীদের লক্ষ্য করে একই ধরনের হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে, এই হামলার সময় আরও কয়েক ডজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে ছেড়ে দেওয়া হলে বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্যানুসারে, ২০২১ সালের এপ্রিলে চরমপন্থী গোষ্ঠী হামা প্রদেশের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম থেকে ১৯ জন বেসামরিক লোককে অপহরণ করে।
সর্বশেষ, সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চার মার্কিন সেনা এবং মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এক কুকুর আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি)আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও হোয়াইট হাউস।
আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সামরিক হেলিকপ্টার দিয়ে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় নিহত ওই আইএস শীর্ষ কর্মকর্তার নাম হামজা আল-হোমসি। শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, আল-হোমসি 'পূর্ব সিরিয়ায় গোষ্ঠীর মারাত্মক সন্ত্রাসী নেটওয়ার্কের তদারকি করছিলেন'।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কর্মকর্তারা জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সাথে সমন্বয় করে হামলা চালানো হয়। এ সময় লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের ফলে চার মার্কিন সেনা সদস্য এবং একটি কর্মরত কুকুর আহত হয়। জন কিরবি জানিয়েছেন, চার মার্কিন সেনা এবং কুকুরের অবস্থা স্থিতিশীল। তারা ইরাকের একটি মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।