ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭৮ বার
রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিসহ ১২ দফা শান্তি প্রস্তাব আহ্বান করেছে চীন। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় বলে জানায় দেশটি। চীনের এই অবস্থানকে ইতিবাচক বলছে ইউক্রেন।
কিয়েভের সমর্থনে বেইজিং আরও সক্রিয় হবে প্রত্যাশা দেশটির। ইউক্রেনকে অতিরিক্ত ২০০ কোটি ডলার নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে ড্রোন সহায়তা ছাড়াও ৯০ রুশ নাগরিক ও ৪০টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
ইউক্রেনকে তিনটি লেপার্ড-টু ট্যাংক দিচ্ছে ফিনল্যান্ড। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।
এদিকে, যুদ্ধের বর্ষপূর্তিতে বাখমুতসহ পূর্বাঞ্চলের ঘাঁটি লক্ষ্য করে রুশ হামলা জোরালো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। সার্বভৌমত্ব রক্ষায় জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন জেলেনস্কি।