ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঘরের মাঠে আতলেতিকোর কাছে রিয়ালের হোঁচট

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১৮ বার


ঘরের মাঠে আতলেতিকোর কাছে রিয়ালের হোঁচট

দশ জনের দলে পরিণত হওয়া আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়াতেও ঘাত ঝড়াতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। নগর প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও, আক্রমণভাগের ব্যর্থতায় ভুগতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের। এতে অন্তত ড্রয়ের সান্তনা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে পিছিয়ে পড়েছে লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে।

 

লা লিগায় শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দশজনের দলে পরিণত হওয়া আতলেতিকোকে এগিয়ে নিয়ে যান হোসে হিমেনেস। শেষ দিকে রিয়ালকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস।

 

এদিন পুরো ম্যাচের ৬১ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিলো রিয়াল মাদ্রিদ। তবুও আক্রমণ ভাগের ব্যর্থতায় আতলেতিকোর শক্ত ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় গেলো আসরের শিরোপাধারীরা। এতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। 

 

দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। খেলার ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনহেল কোররেয়া। এতে দশজনের দলে পরিণত হয় আতলেতিকো। তবুও প্রথম লিড পায় অতিথিরাই। 

 

খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। গ্রিজমানের ফ্রি কিকে উঁচুতে লাফিয়ে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস।

 

৮৫তম মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে হেডে দলকে সমতায় ফেরান রদ্রিগেস।

 

লা লিগায় ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এতে একম্যাচ কম খেলার বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে গ্যালাকটিকোরা। 

 

অন্যদিকে, ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।

 


   আরও সংবাদ