ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৪ বার
‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই জগত জোড়া খ্যাতি পেয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। মাস কয়েক আগেও ‘ভাইরাল বাদাম কাকু’র গান ফিরত সবার মুখে মুখে। গান বেঁধে বাংলার সাধারণ বাদাম বিক্রেতা হয়ে ওঠেন লাখ লাখ টাকার মালিক, দোতলা কোঠাবাড়িও তৈরি করেন। তবে হঠাৎ করেই গায়েব ভুবন বাদ্যকর! কোথাও খোঁজ মিলছে না তার। কোথায় হারিয়ে গেলেন বাদাম কাকু?
এক সংবাদমাধ্যমের সামনে নিজের দুরাবস্থার কথা জানাতে গিয়ে প্রায় কাঁদোকাঁদো পরিস্থিতি ভুবন বাদ্যকরের। কলকাতার এক অনুষ্ঠানে এসে বিস্ফোরক অভিযোগ তার। ভাইরাল গায়কের দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের গেরোয় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।
বাদাম কাকু বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোনও জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে’। বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ বাদাম কাকুর।
তিনি বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’
‘বাদাম কাকু’র অজান্তেই তাঁর গানের কপিরাইট কিনেছে অন্যজন, তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে, এর জেরে তাঁর নাম বদনাম হচ্ছে হলে আফসোস করলেন এই ভাইরাল সেনসেশন। কথা বলতে বলতেই গলা বুজে আসছিল ভুবন বাদ্যকরের। ইতোমধ্যেই আইনি পথে হেঁটে ওই সংস্থার নামে আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। নতুন গান বাঁধার কথা ভাবছেন, তবে মন ভেঙে গিয়েছে পুরোপুরি।
‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। এই জনপ্রিয়তায় ভর করে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’তেও অংশ নিয়েছিলেন বাদাম কাকু ও তার স্ত্রী আদুরি। এখন হাতে কাজ নেই তাঁর, বেশ কষ্ট করেই দিন কাটছে বাদাম কাকুর।