ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেসির হাতেই ফিফার বর্ষসেরা পুরস্কার

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১৫ বার


মেসির হাতেই ফিফার বর্ষসেরা পুরস্কার

ফ্রান্সের প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে মেসির নাম ঘোষণার মাধ্যমে শেষ হয় সে আনুষ্ঠানিকতাও। সারা বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক আর সমর্থকদের ভোটে ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় ‘বেস্ট’ ট্রফি।

 

প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলেকে স্মরণের মাধ্যমে শুরু হয় এবারের বর্ষসেরা পুরস্কার বিতরণ। মঞ্চে উঠে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘পেলেই ফুটবল। পেলে চিরকালীন।’ এ সময় তিনবার বিশ্বকাপজয়ীর একটি ভিডিও ফুটেজও দেখানো হয়। পেলেকে স্মরণ করতে মঞ্চে ওঠেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো। ফিফার একটি বিশেষ সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয় পেলের স্ত্রীর হাতে।

 

কাতার বিশ্বকাপ জিতে বর্ষসেরা হওয়ার পথে অনেকখানি এগিয়ে ছিলেন মেসি। এই দৌড়ে মেসির সঙ্গে এ লড়াইয়ে ছিলেন দুই ফরাসি তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। মেসি এ দুজনের চেয়ে বেশি ভোট পেয়ে পুরস্কারটি জিতেছেন।

 

আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে উপস্থিত থাকলেও প্যারিসে ছিলেন না বেনজেমা। ২০১৬ সালে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ চালুর পর দ্বিতীয়বারের মতো আর্জেন্টাইন অধিনায়ক জিতলেন এই পুরস্কার। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো ‘বেস্ট’ ট্রফি জেতেন মেসি।

 

ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘোষণার পর মেসিকে অভিনন্দন জানান পাশেই বসা এমবাপ্পে। মঞ্চে উঠে মেসি বলেছেন, ‘আবারও এখানে আসতে পেরে ভালো লাগছে। বেনজেমা আসেনি, এমবাপ্পে আছে, দুজনেরই দারুণ বছর কেটেছে। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। স্কালনি ও দিবু (মার্টিনেজ) আছে, আমরা তাদেরই (সতীর্থ) প্রতিনিধিত্ব করছি। দল যা করছে, এসব সাফল্য তারই স্বীকৃতি।’

 

পরিবার ও আর্জেন্টিনার মানুষকে ধন্যবাদ জানিয়ে মেসি আরও বলেন, ‘এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক ত্যাগের পর স্বপ্নপূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। নিজের পরিবার ও আর্জেন্টিনার মানুষকে ধন্যবাদ জানাই।’

 

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ বিজয়ীরা হলেন 

 

বেস্ট ফিফা মেনস প্লেয়ার : লিওনেল মেসি

 

বেস্ট ফিফা ওমেনস প্লেয়ার : অ্যালেক্সিয়া পুতেয়াস

 

বেস্ট ফিফা মেনস কোচ : লিওনেল স্কালনি

 

বেস্ট ফিফা ওমেনস কোচ : সারিনা ভিগম্যান

 

বেস্ট ফিফা মেনস গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ

 

বেস্ট ফিফা ওমেনস গোলকিপার : মেরি আর্পস

 

ফিফা পুসকাস অ্যাওয়ার্ডস : মারচিন ওলেকসি


   আরও সংবাদ