ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৮ বার
জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায় বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন জানান, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ভবনটির নিচতলায় গুলিবিদ্ধ মানুষদের দেখতে পাই। ঠিক এসময় অফিসাররা উপরের তলা থেকে গুলির শব্দ শুনতে পান এবং সেখান থেকে গুলিবিদ্ধ অপর একজনকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে এই ব্যক্তিই হামলাকারী।
হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে পুলিশ। ঘটনার পরপরই একটি বড় ধরনের অভিযানও শুরু করেছে তারা।
এক টুইটারে বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বিবৃতিতে লোকজনকে অনুমান ও গুজব না ছড়ানোর জন্য আহবান জানানো হয়।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়ারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।