ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬২ বার
প্রযুক্তির উন্নয়নে দিনকে দিন মানুষের জীবনযাত্রায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সবথেকে কঠিন কাজও এখনো হয়ে যাচ্ছে খুব সহজ। প্রযুক্তিতে গুগল ম্যাপ তেমনি এনেছে আরেক চমক। কেউ পথ হারালে সহজে রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপ ব্যবহার করেন। তবে জানেন কি এর সাহায্যে আরো কত কিছু করা যায়? চলুন জেনে নিই─
গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেই নিত্য যানজটে পড়েন? আগেভাগেই যদি জানা যেত, কোথায় পার্কিংয়ের জায়গা রয়েছে, কোথায় রাস্তায় জ্যাম কম অথবা মোবাইলের ডাউনলোড করা একাধিক অ্যাপের মধ্যে কোনো একটিতেই যদি সবসময় গান শোনা যেত- এসব সমস্যা সমাধান করে দিতে পারে গুগল ম্যাপ।