ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১৬ বার


রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি

পবিত্র রমজান উপলক্ষে ১ হাজার ২৫ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়। এই বন্দিরা নানা অপরাধে বিভিন্ন মেয়াদে দণ্ডিত ছিলেন। 

 

ইসলামিক বিভিন্ন আচার-অনুষ্ঠান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকদের বন্দিদের মুক্তি দেওয়া একটি সাধারণ রীতি। বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। খবর খালিজ টাইমসের।

 

১০২৫ বন্দিকে মুক্তি দিল সংযুক্ত আরব আমিরাত। 

রমজান উপলক্ষে আমিরাতে অ্যামাজনে ৫০ শতাংশ ছাড়

এদিকে, প্রেসিডেন্টের এই বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তিদের তাদের ভবিষ্যৎ পুনর্বিবেচনা করার সুযোগ হিসেবে দেখা হয়। পাশাপাশি এই বিশেষ ক্ষমা সামাজিক ও পেশাগত জীবনে সফল হয়ে তাদের পরিবার ও দেশের সেবায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ দেয়।

 

প্রসঙ্গত, তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আজ বৃহস্পতিবার থেকে বিভিন্ন দেশের মুসলিমরা রোজা পালন শুরু করেছেন। বাংলাদেশের মুসলিমরা কাল শুক্রবার থেকে রোজা পালন শুরু করবেন।


   আরও সংবাদ