আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫৯ বার
ফ্রান্সে অবসরের বয়সসীমা বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আটক করা হয়েছে শতাধিক।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার দেশজুড়ে রাস্তায় নামেন ১০ লাখের বেশি মানুষ। শুধু রাজধানী প্যারিসে জড়ো হন ১ লাখ ২০ হাজার মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ভাঙচুর করেন দোকানপাট, হোটেল-রেস্তোরা। বোর্দোতে টাউন হলে আগুন ধরিয়ে দেন। এছাড়া নঁতে, রেঁনে ও লরাঁ শহরেও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিসে শান্তিপূর্ণ বিক্ষোভে মধ্য থেকে মুখোশপরা দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। যারা দোকানের জানালা ভেঙে দেয়, রাস্তার আসবাবপত্র ভেঙে দেয় ও ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্টে হামলা চালায়। এসময় পুলিশ টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এপি নিউজ এজেন্সি জানিয়েছে, প্যারিস থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৬ মার্চ পেনশনের বয়সসীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত কার্যকর করার পর বিক্ষোভ শুরু হয়। ওইদিন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার অবসর নেয়ার বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ করার ঘোষণা দেয়।