ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬২ বার


রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক

রুশ হামলা প্রতিরোধে নতুন এক অস্ত্র উন্মোচন করল ইউক্রেন। রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে দেশটির সামরিক বাহিনী। নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বলে জানান ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পার হলেও যুদ্ধ বন্ধের কোনো আভাস নেই। নিজেদের প্রভাব ধরে রাখতে চলছে তীব্র লড়াই। রুশ অভিযান প্রতিহত করতে নিজেদের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ বাহিনীকে হটাতে প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে ইউক্রেনীয় সেনারা। 

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে আশঙ্কাজনকহারে বেড়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সংবাদমাধ্যম ইউরোনিউজ জানিয়েছে, এ অবস্থায় রুশ বাহিনীর ড্রোন ও ক্রুস ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার হামলা প্রতিহত করতে ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইউক্রেন। 
 
নতুন এই অস্ত্র দুই কিলোমিটারের মধ্যে যেকোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করে তা ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়া ভ্রাম্যমাণ এই যানে থাকছে অত্যাধুনিক মেশিনগান। 

ইউক্রেনের জয়েন্ট ফোর্সের কমান্ডার শেরহি নেইভ বলেন, আমাদের এই ইউনিট খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি। আমরা যদি মনে করি, অন্য একটি জায়গায় কোনো ড্রোন উড়ছে তাহলে দ্রুত সেখানে পৌঁছাতে পারব। নিজেদের স্থান দ্রুত পরিবর্তন করা যাবে। প্রাথমিকভাবে জ্বালানি স্থাপনা এবং বেসামরিক এলাকায় আমরা এটি মোতায়েন করব। আমরা জানি, প্রতিটি ইঞ্চি জায়গা আমরা নিরাপদ রাখতে পারব না, তবে নিজেদের সাধ্যমতো সব চেষ্টা চালিয়ে যাবো। 
 
নতুন এই অস্ত্রকে ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তারা বলছেন, সহজেই বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো জায়গায় মোতায়েন করা যাবে। এতে রাশিয়ার নজর এড়িয়ে হামলা প্রতিহত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।


   আরও সংবাদ