আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৩ ১৬:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫৫ বার
মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রামে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন নারী এবং কিছু শিশুও রয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানটি সামরিক সরকারের বিরোধীদের ছিল। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে এটিই সবচেয়ে বড় বিমান হামলা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী তাদের বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।