ঢাকা, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৫ মিলিয়ন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯২ বার


১৫ মিলিয়ন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি

শিক্ষার্থীদের জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলারের অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করেছে প্রিমিয়ার আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হেইলিবারি ভালুকা। 

বুধবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় অবস্থিত লে মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়।

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে গত বছরের ১৫ অক্টোবর হেইলিবারি ভালুকা স্কুলটির চালু করা হয়। স্কুলটি বাংলাদেশের লাক্সারি, হসপিটালিটি ও শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড গ্রুপের সঙ্গে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ইনডিপেন্ডেন্ট স্কুল হেইলিবারির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

ইংরেজি শিক্ষার ক্ষেত্রে স্কুলটি ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে। স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্ব-মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা। 

স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ওগ্রেডি বলেন, আমরা একটি দারুণ স্কুল এখানে শুরু করেছি৷ হেইলিবারি ভালুকা স্কুলটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান৷ একটি ভালো স্কুল সবসময় ক্রিটিকাল থিংকিং এবং দক্ষ শিক্ষকদের সমন্বয়ে হয়৷ আমাদের স্কুলটিতে সেটি নিশ্চিত করা হয়েছে৷ আগামীর বিশ্বের জন্য শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরি এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে আমরা কাজ করছি৷ একটি জাতির ভবিষ্যৎ ভেবেই এমন বিশ্বমানের স্কুল প্রতিষ্ঠায় বিনিয়োগ করেছি৷

তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তায় হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ড চালু করেছে। এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ মেধাভিত্তিক এ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের স্কুলে শিক্ষাগ্রহণের বছরগুলোতে অনন্য এ শিক্ষাবৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবে। 

তিনি বলেন, যেসব শিক্ষার্থী হেইলিবারি ভালুকায় ভর্তি হবেন শুধুমাত্র তাদেরই এই বৃত্তি পাওয়ার সুযোগ থাকবে। যেসব শিক্ষার্থী কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন, তাদের হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ওনীল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ প্রমুখ।


   আরও সংবাদ