আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২০ বার
সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সৌদি সুপ্রিম কোর্টও আজ শুক্রবার ঈদুল ফিতর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ।
দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবের আকাশে গতকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে ২৯টি রোজা হলো। সাধারণত সৌদি আবরের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সে হিসাবে আগামীকাল শনিবার দেশে ঈদ উদযাপন হবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ সন্ধ্যায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে একই দিন আজ ঈদুল ফিতর উদযাপন শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে, সেখানে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়ায় আগামীকাল ঈদুল ফিতর পালনের ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে। দেশগুলোতে গতকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।