ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩ ১২:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৮ বার


৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। দেশটির কারমাডেক দীপপুঞ্জে আজ সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ১ মাত্রার।

এদিকে ভূমিকম্পের প্রভাবে কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


   আরও সংবাদ