আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ মে, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০০ বার
ভারতের মধ্যপ্রদেশের খারগোনে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে ১৫ জন নিহত এবং ২০-২৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নরোত্তম মিশ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
নরোত্তম মিশ্র জানিয়েছেন, বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে ছিটকে পড়ে। স্থানীয়দের সহায়তায় জরুরি পরিষেবা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারাজ সিংহ চৌহান নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর গুরুতর আহত প্রত্যেককে ৫০ হাজার এবং ছোটখাটো আঘাতপ্রাপ্তদের ২৫ হাজার রুপি করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এ ছাড়া আহতদের চিকিৎসা ব্যয়ও চৌহান সরকার বহন করবে বলে জানানো হয়।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আর আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খবর এনডিটিভি।