স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে, ২০২৩ ১৪:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৭ বার
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে জুনে।
এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দল লেবানন ও কুয়েত। আসরে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে ও শক্তিশালী দলের সংখ্যা বাড়াতেই এমন সিদ্ধান্ত।
এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে হওয়া গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে লড়বে ৪টি করে দল। এবারের আসরে বাংলাদেশ খেলবে গ্রুপ 'বি'তে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী লেবানন, মালদ্বীপ এবং ভুটান।
অন্যদিকে গ্রুপ 'এ' তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত।