ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউনিভার্সিটি অব মেলবোর্ন বৃত্তি, মানতে হবে যেসব শর্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মে, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৬৪ বার


ইউনিভার্সিটি অব মেলবোর্ন বৃত্তি, মানতে হবে যেসব শর্ত

প্রায় এক হাজার বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন। স্নাতক পর্যায়ের বিদেশি শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই বৃত্তির জন্য বিবেচ্য হবেন।

তবে এই বৃত্তির জন্য মানতে হবে কিছু শর্ত:

১.  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে।

২. অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হওয়া চলবে না।

৩. মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক কোর্সের জন্য শর্তহীন অফার পেয়েছেন এমন হতে হবে।

৪. উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে।

৫. এর আগে স্নাতক কিংবা সমমানের কোনো কোর্সে পড়াশোনা করে থাকলে হবে না।

সুযোগ–সুবিধা: 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিম্নোক্ত যেকোনো একটির জন্য নির্বাচিত হবেন
 
১. স্নাতক ডিগ্রির প্রথম বছরে ১০ হাজার ডলার টিউশন ফি মওকুফ।

২. স্নাতক ডিগ্রির তিন বছরের মেয়াদের জন্য ৫০ শতাংশ ফি মওকুফ।

৩. স্নাতক ডিগ্রির তিন বছরের মেয়াদের জন্য ১০০ শতাংশ ফি মওকুফ।

বিস্তারিত জানতে এবং আবেদন করতে: scholarships.unimelb.edu.au


   আরও সংবাদ