ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জব্দ ব্যাংক হিসাব থেকে কর আদায় বিধান থাকছে না    

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ জুন, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০৮ বার


জব্দ ব্যাংক হিসাব থেকে কর আদায় বিধান থাকছে না    

ভ্যাট ফাঁকি ধরা পড়লে কিংবা অভিযোগ থাকলে অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ হিসাব থেকে সরকারের প্রাপ্য অর্থ আদায়ের নির্দেশও দেন ভ্যাট কর্মকর্তারা।

এখন থেকে এটি আর করা যাবে না। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

বাজেটের প্রস্তাব অনুযায়ী, এখন কোনো ভ্যাট কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দিতে পারবেন। কিন্তু ওই হিসাব থেকে সরকারের প্রাপ্য রাজস্ব কেটে রেখে তা সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন না।

ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেক সময় এ ধরনের ভ্যাট–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হলে তা ভ্যাটদাতার পক্ষেও যেতে পারে। তখন অর্থ ফেরত দিতে হয়।


   আরও সংবাদ