ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বৈশ্বিক বাজারে বেড়েই চলেছে আকরিক লোহার দাম

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ জুন, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩৩ বার


বৈশ্বিক বাজারে বেড়েই চলেছে আকরিক লোহার দাম

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বেড়েই চলেছে। করোনা মহামারী-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে আরও প্রণোদনা দিতে পারে চীন সরকার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এ সম্ভাবনা দেখা দেয়ায় গুরুত্বপূর্ণ ধাতুটির দর বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বুধবার (১৪ জুন) চীনের দালিয়ান কম্মোডিটি একচেঞ্জে আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে ১ দশমিক ৬৪ শতাংশ। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৮০৫ দশমিক ৫ ইউয়ানে।

ইস্পাত উৎপাদনের মূল উপকরণ লৌহ আকরিক। একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুলাইয়ের গুরুত্বপূণ ধাতুটির মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি টনের দাম স্থির হয়েছে ১১১ ডলার ৭ সেন্টে।

গত মে মাসে চীনে ব্যাংক ঋণ বেড়েছে ১ দশমিক ৩৬ ট্রিলিয়ন ইউয়ান। পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) এ তথ্য দিয়েছে।

বিশ্লেষকদের অনুমানকে যা ছাড়িয়ে গেছে। পরিপ্রেক্ষিতে তারা বলছেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও প্রণোদনা এবং সহায়ক পদক্ষেপের প্রয়োজন হতে পারে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিনোস্টিলের বিশ্লেষকরা বলেন, অর্থনৈতিক উদ্দীপনার দৃঢ় প্রত্যাশা মৌলিক পরিবর্তনকে ছাড়িয়ে গেছে। অস্থির সম্পত্তি বাজারে সহায়ক পদক্ষেপের অবিরাম আশা করা হচ্ছে। ফলে কঠিন ধাতুটির দামও বাড়ছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এ ধারা অব্যাহত আছে।


   আরও সংবাদ