ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ জুন, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬৮ বার


হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া : পুতিন

অস্তিত্ব হুমকিতে পড়লে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আজ শুক্রবার আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

 

পুতিন বলেন, ‘অস্তিত্বের জন্য হুমকি এলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।’ তবে এমন পরিস্থিতি আসবে বলে মনে করেন না তিনি।

 

 

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘মূলত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাশিয়ার অস্তিত্ব রক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে।’

 

 

এদিকে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে শুরু করেছে রাশিয়া। সম্প্রতি রুশ টেলিভিশন চ্যানেল রোসিয়া-১ এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

 

 

রাশিয়ার এসব পারমাণবিক অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা আণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বলে দাবি করেন লুকাশেঙ্কো।

 

 

গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিল রাশিয়া। এদিকে পুতিনের পারমাণবিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপে দেশটির ন্যাটো মিত্র এবং চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করছে তারা।

 

 

পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয় নিয়ে সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে—এমন কোনো লক্ষণ তারা দেখছে না।


   আরও সংবাদ