ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুন, ২০২৩ ১২:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৩ বার


চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ছে

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি কেজি চিনির দাম ২৫ টাকা করে বাড়াতে যাচ্ছেন আমদানিকারক ও পরিশোধনকারী মিল মালিকেরা। আগামী বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আজ সোমবার (১৯ জুন) বাণিজ্য সচিবের কাছে চিঠিটি পাঠিয়েছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

 

কয়েক দিন আগে প্রতি কেজি খোলা চিনির মূল্য ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১২৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে সেটা মানছেন না ব্যবসায়ীরা।

 

বর্তমানে বাজারে কেজিপ্রতি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাবে কেজি খোলা চিনির দর ১৪০ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১৫০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

 

চিনি, ভোজ্যতেলসহ আরও কয়েকটি পণ্যের দাম ট্যারিফ কমিশনের মাধ্যমে নির্ধারণ করে সরকার। তবে সম্প্রতি চিনির দাম বাড়াতে সরকারের দ্বারস্থ হয়ে ব্যর্থ হন ব্যবসায়ীরা। অবশেষে দর বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তারা।

 

গত ৬ জুন কেজিতে খোলা চিনির দাম ২০ টাকা এবং প্যাকেটজাতের দর ২৫ টাকা বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেয় সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। 

 

সেসময় সরকারের তরফে জানানো হয়, চিনির মূল্য বাড়াতে আবেদন করেছেন আমদানিকারকরা। তবে এ নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়া হবে না। বিশ্ববাজার ও আনুষঙ্গিক খরচ পর্যালোচনা করে পদক্ষেপ গৃহীত হবে।

 

এর আগে গত ১১ মে প্রতি কেজির দাম ১৬ টাকা বাড়ানো হয়। এতে খোলা চিনির দর দাঁড়ায় ১২০ টাকা এবং প্যাকেটজাতের মূল্য স্থির হয় ১২৫ টাকা।

 

তবে সেটা কেউই মানছেন না। উভয় চিনিই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এরই মধ্যে প্যাকেটজাত চিনির সংকট দেখা দিয়েছে।


   আরও সংবাদ