ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইতালির বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে হতাহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ জুলাই, ২০২৩ ১৮:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৭ বার


ইতালির বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে হতাহত ৮৬

ইতালির মিলান শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধাশ্রমটি মিলানের কাসা দেই কোনিগোইতে অবস্থিত। সেখানে ১৬৭ জন বাস করতেন।

মিলানের ফায়ার সার্ভিসের প্রধান নিকোলা মিসেলি বলেছেন, ‘শোবার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

অগ্নিকাণ্ডের পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির মালিক স্থানীয় সরকার কর্তৃপক্ষ। তবে বৃদ্ধাশ্রমটি চালাত বেসরকারি প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।


   আরও সংবাদ