ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইএমএফের শর্ত মেনে রিজার্ভের হিসাব দিল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ জুলাই, ২০২৩ ১৮:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৭ বার


আইএমএফের শর্ত মেনে রিজার্ভের হিসাব দিল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৩ জুলাই) আইএমএফের পদ্ধতি মেনে এ হিসাব প্রকাশ করা হয়।

 

 

যদিও বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গতকাল দেশের রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

 

 

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

 

এর আগে জুন মাসে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

 

 

আইএমএফ বলছে বাংলাদেশের যে রিজার্ভ আছে (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) তা দেশের ৪ মাসের আমদানি ব্যয়ের সমান।


   আরও সংবাদ