ঢাকা, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৯ বার


লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি

 


চূড়ান্ত হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সবমিলিয়ে অংশগ্রহণকারী ছিলেন ২০ লাখের বেশি। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১৭ লাখ শিক্ষার্থী। এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছেন তারা। 

এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে লটারিতে। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর। 

ভর্তিচ্ছুরা কাঙ্ক্ষিত কলেজ পেতে এবারও নির্ভর করবেন লটারি প্রক্রিয়ার ওপর। ইতোমধ্যে ঠিক হয়েছে চূড়ান্ত ভর্তি নীতিমালা। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। পছন্দের তালিকা সীমাবদ্ধ থাকবে ৫ থেকে ১০টিতে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার জানান, একজন শিক্ষার্থী অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি কলেজ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েজ দিতে পারবেন। তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। 

২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই ভর্তি কার্যক্রমে আবেদন ফি ও সেশন চার্জ আগের মতো থাকলেও বাড়ছে রেজিস্ট্রেশন ফি।

তপন কুমার সরকার জানান, রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ৩২৮ টাকা থেকে ৩৩৫ টাকা করা হয়েছে। এছাড়া ভর্তি ফি, সেশন ফি সব গত বছরের মতোই আছে। 

এবারও লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।


   আরও সংবাদ