ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এসএসসির ফল চ্যালেঞ্জ ঢাকার ৭৩ হাজার শিক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২৩ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪০ বার


এসএসসির ফল চ্যালেঞ্জ ঢাকার ৭৩ হাজার শিক্ষার্থীর

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী।

 

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম এ তথ্য জানান।

 

তিনি বলেন, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

 

এদিকে, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সারাদেশে এবার এ পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছে। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। তাই, শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিল। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু এবং ৪ আগস্ট শেষ হয়।

 

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয় বলে।

 

এগুলো হলো-

১. উত্তরপত্রের সব প্রশ্নের উত্তরের জন্য সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না।

 

২. প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না।

 

৩. প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না।

 

৪. প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

 

এ সব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।


   আরও সংবাদ