ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমেছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৭ বার


জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমেছে

জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

 

রোববার (৬ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবিএস’র তথ্য বলছে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। যা জুনে ৯ দশমিক ৭৪ শতাংশ ছিল।

 

তবে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। সেই তথ্য অনুযায়ী, জুলাই মাসে ৯ দশমিক ৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার ফলে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো।

গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।

 

বিবিএসের হালনাগাদ তথ্যানুযায়ী, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আগের মাস, অর্থাৎ জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। এর মানে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।

তবে জুলাইয়ে ননফুড পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।


   আরও সংবাদ