আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৪ বার
পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ান শহরের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। রোববার (২০ আগস্ট) ভোরে শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথিমধ্যে রোববার ভোরে ভাট্টিয়ান শহরের কাছে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় বাসটিতে আগুন লেগে এসব হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ডিজেলবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।