ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩৯ বার


গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন যেভাবে

গুগল ম্যাপের মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন রাস্তা চিনে নিতে পারি। সহজেই পেয়ে যায় কাঙ্ক্ষিত ঠিকানা। তবে এর মধ্যে আপনি চাইলে আপনার বাড়ির রাস্তাকেও গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন।

 

 

ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে ব্যবহারকারীদের। আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বোপরি রাস্তা যোগ করার পর তা ৭ দিন রিভিউ করবে গুগল। পরে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটির অনুমোদন দেবে গুগল।


   আরও সংবাদ