ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আত্মসমর্পণ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪২ বার


আত্মসমর্পণ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। ২০২০ সালের নির্বাচনে জার্জিয়ার নিজের পরাজয় ঠেকাতে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের এক মামলায় আগামী বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন।

 

 

সোমবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে তিনি ঘোষণা দেন, আমি জর্জিয়ার আটলান্টায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করব। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এ মামলাকে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

 

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার আটলান্টার ফুল্টন কাউন্টি কোর্টে তিনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণের পর তাকে জেলেও পাঠানো হতে পারে। তবে তিনি জামিন চাইবেন। সোমবার ট্রাম্পের আইনজীবী ও ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি অফিসের সঙ্গে আলোচনা করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

 

 

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।


   আরও সংবাদ