স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭০ বার
একটা অধ্যায়ের সমাপ্তি! চ্যাম্পিয়ন্স লিগে একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে আজ। গত ২০ বছর ধরে ঘটে আসা একটা ঘটনা আর ঘটবে না। আজ থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট, পাঁচটি শিরোপা- ক্রিস্টিয়ানো রোনালদোকে তো আর এমনিই চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় না! সেই রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে বিদায় নিয়েছে গত মৌসুমেই। মৌসুমের প্রথম অংশটা ম্যানচেস্টারে কাটালেও রেড ডেভিলরা সেবার এই টুর্নামেন্টে খেলার যোগ্যতাই অর্জন কর্তে পারেনি। আর মৌসুমের শেষের অর্ধেক তিনি কাটিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে, যাদের এই টুর্নামেন্টে খেলার সুযোগই নেই।
রোনালদো না থাকলেও গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে ছিলেন মেসি। পিএসজির জার্সিতে খেলেছেন টুর্নামেন্টটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। চারটি শিরোপাজয়ী মেসি অবশ্য গত মৌসুমে বলার মতো কিছুই করতে পারেননি। তার দলও বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। সেই মেসিও এবার নেই চ্যাম্পিয়ন্স লিগে। চলতি মৌসুমে যে তিনি পাড়ি জমিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।
২০০২ সালের পর এবারই প্রথম 'মেসি-রোনালদো' বিহীন চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করবে বিশ্ব। ২০০৩ সালের ১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে এই যুগের সূচনা হয়েছিল। ১৮ বছর বয়সী রোনালদো স্পোর্টিং লিসবনের জার্সিতে খেলতে নেমেছিলেন স্টুটগার্টের বিপক্ষে। সে ম্যাচে দলকে একটা পেনাল্টিও এনে দেন তিনি। তবে ম্যাচটা তার দল শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়।
মেসির চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক রোনালদোর এক বছর পর। ২০০৪ সালের ৭ ডিসেম্বর শাখতার ডোনেৎস্কের বিপক্ষে অভিষেক হয় মেসির। মজার বিষয় মেসিরও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হার দিয়ে। ম্যাচটা বার্সেলোনা ২-০ ব্যবধানে হেরেছিল।
মেসি-রোনালদো দুজনেরই আবার ইউরোপের ফুটবলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বলা যায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটির আনুষ্ঠানিক সমাপ্তি আজ ঘটতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে দুই মহাতারকার এ যেন মহাপ্রস্থান!