ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তিন মাসের জন্য ডলারের আগাম বুকিং দেয়া যাবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৪ বার


তিন মাসের জন্য ডলারের আগাম বুকিং দেয়া যাবে

কেন্দ্রীয় ব্যাংক আগাম বুকিং দিয়ে ডলার কেনার নতুন নিময় চালু করেছে। এতে আমদানিকারকরা এক বছর নয়, সর্বোচ্চ তিন মাসের জন্য ডলারের আগাম বুকিং দিতে পারবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ব্যাংক।
 
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সময় সংবাদকে বলেন, ‘অনেক আমদানিকারককে দুই বা তিন মাস পর পর বিল পরিশোধ করতে হয়। এক্ষেত্রে সে আমদানিকারক আজকেই ডলারের রেট ঠিক করে ফরওয়ার্ড পারচেজ করতে পারেন। এ ডলার সরবরাহ করা হবে তিন মাস পর বা দুই মাস পর। মূলত এটি তার প্রয়োজন অনুসারে সরবরাহ করা হবে। এখন এই ফরওয়ার্ড বুকিংয়ের ক্ষেত্রে ডলারের দাম কেমন হবে সে বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণত আমদানিকারকরা ফরওয়ার্ড বুকিং করেন।’
 
এক্ষেত্রে ডলারের বর্তমান দাম ১১০ টাকা ৫০ পয়সা হিসেবে তিন মাসের জন্য আগাম বুকিংয়ে প্রতি ডলারের দাম ১১৩ টাকা ৮৫ পয়সা পড়বে। তাছাড়া কোনো আমদানিকারক যদি তিন মাসের কম সময়ের জন্য ডলার আগাম বুকিং দেন, সে ক্ষেত্রে আনুপাতিক হারে নির্ধারিত হবে ডলারের দাম। তবে নির্ধারিত সময়ের পর যদি বুকিং রেট থেকে ডলারের দাম কম থাকে, তারপরও বুকিং রেটেই ডলার সরবরাহ করা হবে। 
 
এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) নির্ধারণে নতুন নিয়ম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময়ে ডলারের সর্বোচ্চ হারও নির্ধারণ করে দেয়া হয়। 
 
এ বিষয়ে মেজবাউল হক বলেন, ‘ফরওয়ার্ড বুকিংয়ের একটি নীতিমালা দেয়া হয়েছে যে, তারা এখন এ নীতিমালার বাইরে যেতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যাচ্ছিল যে, ফরওয়ার্ড বুকিংয়ের সময়ে বিভিন্ন ধরনের প্র্যাক্টিস অনুসরণ করা হতো। অনেক সময় কোনো প্রিন্সিপাল ছাড়াই একটি লাম্পসাম দাম ধরা হতো। সেটি বন্ধ করার জন্যই আমরা একটি সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছি।’
 
রোববার বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এক বছর পর ব্যাংক ডলারের দাম বর্তমানের চেয়ে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে।
 
বাজারে বুকিং রেটের সময়কাল নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের আগাম বুকিং এক বছরের জন্য দেয়া যাবে এমন নয়। বাজারে এটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এক বছরে কখনো ফরওয়ার্ড বুকিং হয় না। সাধারণত বেশিরভাগ ফরওয়ার্ড বুকিংই ৯০ দিনের জন্য হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ৫ দিন/৭ দিন/৩ দিন, আবার ২ দিনের জন্যও হয়। কোনো ফরওয়ার্ড বুকিং এক বছরের জন্য হয় না। কারণ এত লম্বা সময়ের জন্য ডলারের দামের পূর্বাভাস ঠিক থাকে না।
 
মূলত এ বিষয়টি পরিষ্কার করার জন্যই নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
 
জুলাইতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত স্মার্ট রেট ছিল ৭.১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয় ৭.১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত আছে। প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের স্মার্ট রেট ঠিক করে দেয়, যার ওপর ডলারের বুকিং রেট নির্ভর করছে।


   আরও সংবাদ