ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৩ বার
ইসলামী ব্যাংকসহ দেশের ১৫টি ব্যাংককে আর্থিক অবস্থার উন্নতির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের আর কোনও সহানুভূতি দেখানো হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক ও সমন্বয়কদের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়। ঋণ সংক্রান্ত নানা অনিয়ম ও কেলেঙ্কারি শনাক্তে ব্যাংকগুলোতে পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যবেক্ষক নিয়োগের পরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের কর্তা হিসেবে যোগদানের পর সমন্বয়ক নিয়োগ দেয়া শুরু করেন তিনি।
বর্তমানে আটটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক রয়েছে। সেগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আর সাতটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ক আছে। সেগুলো হলো- এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, ওয়ান ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, পর্যবেক্ষক ও সমন্বয়কদের মাধ্যমে এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতিতে নির্দেশ দেয়া হয়েছে। সেসব ব্যাংকের ম্যানেজমেন্ট ও পরিচালনা পর্ষদকে সতর্ক করা হয়েছে। তাদের আর কোনও সহানুভূতি দেখানো হবে না।
পর্যবেক্ষক নিয়োগের রীতি চালু হয় ১৯৯৪ সালে।