স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৩ ১৫:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১৯৯ রানের পুঁজি পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এত অল্প পুঁজিতেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপে কাঁপন ধরিয়ে দিয়েছিল অজিরা। মাত্র ২ রানের মধ্যেই তুলে নিয়েছিল টপ-অর্ডারের ৩ উইকেট।
তবে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ১৬৫ রানের অনবদ্য জুটিতে শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে রোহিত শর্মার দল। আর অজিদের এই হারের পেছনে মোটা দাগে পাঁচটি কারণ খুঁজে পাওয়া যায়।
কোহলি-রাহুলের জুটি : অজিদের বিপক্ষে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয়রা। দলীয় ২ রানের মাথায় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের টপ-অর্ডারের তিন ব্যাটার ঈশান কিষাণ, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার। সেখান থেকেই দলের হাল ধরেন কোহলি-আইয়ার জুটি। চতুর্থ উইকেট জুটিতে স্কোর-বোর্ডে তারা যোগ করেন ১৬৫ রান।
কোহলির ক্যাচ : ভারতীয় ইনিংসের ৭ দশমিক ৩ ওভারে কোহলির ক্যাচ ছেড়ে দিয়ে তাকে নতুন করে জীবন দেন মিচেল মার্শ। এই সময়ে মাত্র ১২ রানে ক্রিজে ছিলেন কোহলি। তবে প্রাণ ফিরে পেয়ে আউট হওয়ার আগে খেলেন ৮৫ রানের ইনিংস। আর এই ক্যাচ ফসকানোই ভারতের জয়ের অন্যতম কারণ।
ভারতীয় স্পিনারদের দাপট : পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন ভারতের তিন স্পিনার। এর মধ্যে সবার সেরা রবীন্দ্র জাদেজা। ১০ ওভারে ২ মেডেনসহ ২৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। একই কাজ করেছেন কুলদীপ জাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ধীরগতির পিচে মাথা খাটিয়ে বল করেছেন এই তিন স্পিনার।
অজি একাদশে স্পিনারের অভাব : শুধু অ্যাডাম জাম্পাকে একাদশে নিয়ে মাঠে নেমেছিল অজিরা। পার্টটাইম স্পিনার হিসেবে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তারা দুজনেই ছিলেন ব্যর্থ। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অ্যাস্টন আগার। আর চোটের জন্য নেই ট্রেভিস হেডও।
ভারতের ফিল্ডিং : পুরো ম্যাচে ভালো ফিল্ডিং করেছেন ভারতের ক্রিকেটাররা। আর আলাদা করে নজর কেড়েছে ঈশান ও আইয়ারের ফিল্ডিং।