ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে বাল্য বিয়ে নিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৩ ১৮:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৭ বার


ধামইরহাটে বাল্য বিয়ে নিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত 

 

নওগাঁর ধামইরহাটে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। 

 

আলোচনা সভায় বাল্যবিবাহের ভয়াবহতা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিভাবক, শিক্ষক সহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির বর্তমান সদস্য  সচিব ও মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার  কামরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার  বেদারুল ইসলাম, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, ব্রাকের জেলা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, অ্যাসোসিয়েট অফিসার পেয়ারা খাতুন,

 

কাজী মজিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক, সংবাদ কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


   আরও সংবাদ