আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৮ বার
হামাসের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, গাজা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে এবং শহরের অভ্যন্তরে তাদের কার্যক্রম শুরু হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
একটি টেলিভিশন বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কেন্দ্রস্থলে রয়েছে, গাজা শহরকে ঘিরে কাজ করছে।
তবে হামাসের দাবি, যোদ্ধারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সৈন্যদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গাজা ইসরায়েলের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার দিনের প্রথম দিক থেকে ইসরায়েলি বাহিনী গাজায় মারাত্মক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে ফিলিস্তিনি ছিটমহলে নিহতের সংখ্যা কমপক্ষে ৯ হাজার ৬১তে পৌঁছেছে। অপরদিকে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে দেশটির অনন্য কৌশল রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে এবং সামনের দিকে চাপ দিচ্ছে।