ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৩ ১৯:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২০০ বার
বিরল এক মাছের বদৌলতে রাতারাতি সাধারণ জেলে থেকে কোটিপতি বনে গেলেন এক জেলে। শুক্রবার সকালে নিলামে ওই মাছটি বিক্রি করেছেন তিনি। ঘটনা পাকিস্তানের করাচির।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ন্যাশন এক প্রতিবেদনে জানায়, হাজি বালোচ নামে ওই মাছ ব্যবসায়ী করাচির ইব্রাহিম হায়দারি নামে একটি দরিদ্র জেলেপল্লিতে বাস করেন। সোমবার তার কয়েকজন কর্মী আরব সাগর থেকে ‘গোল্ডেন ফিশ’ নামে বিরল ওই মাছটি ধরেন। মহামূল্যবান ওই মাছটি বাংলাদেশে পরিচিত ‘ভোলা মাছ’ নামে ।
পাকিস্তানের মৎস্যজীবী ফোরামের নেতা মুবারক খান জানায়, শুক্রবার সকালে করাচি বন্দরে জেলেদের ধরে আনা মাছটি নিলামে সাত কোটি রুপিতে (পাকিস্তানি মুদ্রা) বিক্রি হয়।
‘গোল্ডেন ফিশ’র পেটের ভেতরে বিজ্ঞানীরা এমন এক বস্তুর অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যা চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম। এর পর থেকে মাছটিকে মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। মাছটির পেটের ভেতরে সুতার মতো কুণ্ডলী পাকানো ওই বস্তুটি মূলত অস্ত্রোপচারের সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়।
‘গোল্ডেন ফিশ’ ২০ থেকে ৩০ কেজি পর্যন্তও বড় হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য হতে পারে দেড় মিটার পর্যন্ত। পূর্ব এশিয়ার দেশগুলোতে এ মাছের বিপুল চাহিদা রয়েছে। ঐতিহ্যবাহী কিছু ওষুধ তৈরি এবং স্থানীয় রন্ধনপ্রণালিতে এ মাছের চাহিদা বিপুল।
সৌভাগ্যবান জেলে বালোচ বলেন, আমরা আরব সাগরের মুক্ত জলাশয়ে মাছ ধরছিলাম। তারপর হঠাৎ করেই এ মাছটি আমাদের জালে উঠে আসে, এটি আমাদের কাছে আসা এক দৈব সম্পদের মতো।
বালোচ জানিয়েছেন, মাছটি বিক্রি করে পাওয়া অর্থ তার সহযোগী জেলেদের মধ্যেও ভাগাভাগি করবেন।