ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৭ বার
গাজীপুরের শ্রীপুর উপজেলার তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চৌরাস্তা থেকে ছেড়ে আসা ওই বাসটি জৈনা বাজারে যাত্রী নামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অতর্কিতভাবে একদল যুবক এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের চালক ও হেলপার দৌড়ে বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও বাসটিকে বাঁচানো যায়নি। পুড়ে গেছে বাসের সমস্ত অংশ।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, একদল দুষ্কৃতিকারী বুধবার রাত ১২টার দিকে জৈনা বাজার এলাকায় একটি তাকওয়া পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ৫ম দফার আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চলছে শেষ দিনের অবরোধ। এদিকে বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তবে এ তফসিল প্রতিহত করেছে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল। এর প্রতিবাদে বাম দলসহ আরও কয়েকটি দল এদিন হরতাল ডাকে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।