স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৩ ২০:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৯ বার
অবসর ভেঙে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে কাঙ্খিত বিশ্বকাপ খেলা হয়নি তার। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে এসেছে। ওই সিরিজে তামিমের থাকা না থাকার বিষয়টিও আলোচনায় ছিল।
তবে তামিমকে ছাড়াই মঙ্গলবার সিলেটে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তামিমও মনে করছিলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার।
সেজন্য তিনি সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে গিয়েছিলেন। আলাপ-আলোচনার পর একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রান করা তামিম। ধারণা করা হয়েছিল, ক্যারিয়ার বিষয়ে বড় কোন সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।
তবে তামিম জানিয়েছেন, বোর্ড সভাপতি তাকে কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। সামনে জাতীয় নির্বাচন। যেখানে বিসিবি সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরপর বিপিএল। তাকে নির্বাচনের পর সিদ্ধান্ত নিতে বলেছেন বোর্ড সভাপতি। তামিমও ঠিক করেছেন, নির্বাচনের পর অনুষ্ঠেয় বিপিএল খেলে সিদ্ধান্ত জানাবেন তিনি।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। এসব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত উনার অনেক ব্যস্ততা আছে। উনি জানুয়ারি পর্যন্ত আমাকে একটু থামতে বলেছেন। আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবো। এরপর ধারণা পাবেন কি করব না করব।’
তামিম এও জানিয়েছেন, তিনি তার দিক থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বোর্ড সভাপতি অপেক্ষা করতে বলায় তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি তার সিদ্ধান্ত বোর্ডকে জানানোর ক্ষেত্রে অপেক্ষা করবেন। এরপর বিসিবি সভাপতি ও বোর্ডেরও অনেকের সঙ্গে কথা বলার বিষয় আছে। এরপর বোর্ড তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।