ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নওগাঁর ছয়টি আসনে থাকছে বিদ্রোহী প্রার্থী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৩ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩৪ বার


নওগাঁর ছয়টি আসনে থাকছে বিদ্রোহী প্রার্থী

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। এই আসন থেকে আরও তিনজন দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা।

 

 

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। আসনটি থেকে তিনি চারবার (১৯৯১, ২০০৮, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে এবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব হোসেন। এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে শহীদুজ্জামান সরকারের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

 

নওগাঁ-৩ আসনে ‘নৌকার মাঝি’ হয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর সঙ্গে এই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও ছয়জন। অপর ছয় মনোনয়নপ্রত্যাশীর মধ্যে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারও ছিলেন। দলের মনোনয়নবঞ্চিত হয়ে নিজ সমর্থকদের সঙ্গে বৈঠক শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন।

 

নওগাঁ-৪ (মান্দা) আসনে বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিকের বদলে মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবুকে। আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইমাজ উদ্দিন প্রামাণিক। এবারও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ইমাজ উদ্দিন প্রামাণিক, নাহিদ মোর্শেদসহ আসনটি থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়ে আওয়ামী লীগের ১২ নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁদের মধ্যে  বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক ও  জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

 

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন। তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে। তাঁর সঙ্গে এই আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে। এখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক।


   আরও সংবাদ