ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সম্ভাবনা জাগিয়েও ঢাকা টেস্ট হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৫ বার


সম্ভাবনা জাগিয়েও ঢাকা টেস্ট হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট সিরিজ হারানোর দারুণ সুযোগ তৈরি করেও হাতছাড়া করল বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে দারুণ সুযোগ এসেছিল ঢাকা টেস্ট জেতার। শেষ পর্যন্ত সেই সুযোগ আর লুফে নিতে পারেনি শান্ত-মুশফিকরা।

মাত্র ১৩৬ রানের লিড নিয়েও লড়াই করেছে টাইগার বোলাররা। কিউইদের ম্যাচ বের করতে বেশ কঠিন লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে চতুর্থ দিনে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে সফরকারী নিউজিল্যান্ড।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ রানের মাথায় ভাঙে কিউইদের ওপেনিং জুটি। ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম।

দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। কেইন উইলিয়ামসকে ১১ রানে ফেরান উইকেট রক্ষক নুরুল হাসানের গ্লাভস বন্দী করে। টপ অর্ডারের আরেক ব্যাটার হ্যানরি নিকলসের (৩) উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।

এরপর দলীয় ৪৮ রানের মাথায় ২৬ রান করা টম ল্যাথামকে ফিরিয়ে ম্যাচে ফেরান মিরাজ। ৫১ রানের মাথায় টম ব্লান্ডেলের উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তাইজুল ইসলাম।

৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করে কিউইরা। তবে দলীয় ৬৯ রানের মাথায় মিচেলের (১৯) উইকেট নিয়ে আবারও জয়ের সম্ভাবনা তৈরি করেন মিরাজ।

তবে মিচেল স্যান্টনারকে নিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। স্যান্টনার ৩৫ ও ফিলিপস অপরাজিত থেকেছেন ৪০ রানে।

বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট বলা যায় সর্বসাকুল্যে খেলা হয়েছে আড়াই দিনের থেকে একটু বেশি। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের সামনে পেরে উঠতে ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা।

মুশফিকুর রহিমের ৩৫, শাহাদাৎ হোসেনের ৩১ আর মেহেদী হাসানের ২০ রানের কল্যাণে ৬৬.২ ওভারে ১৭২ রান করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। এজাজ প্যাটেল নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সেশনে দিনে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। মাঝে দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে এক বলও গড়ায়নি মাঠে। তবে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ৮৭ রানে ভর করে ১৮০ রান তুলে ৮ রানের লিড নেয় কিউইরা।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ও মিরাজ নেন ৩টি করে উইকেট। ২টি করে নেন শরিফুল ইসলাম এবং নাঈম হাসান।

তৃতীয় দিনে মাত্র ৮ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেও ৩৮ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই সব উইকেট হারিয়ে ১৪৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার জাকির হাসান।

নিউজিল্যান্ডের পক্ষে ৬ উইকেট নেন এজাজ প্যাটেল, ৩ উইকেট নেন মিচেল স্যান্টোনার ও ১টি উইকেট নেন টিম সাউদি।


   আরও সংবাদ