ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৩ ২১:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯৬ বার
আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ বাংলা একাডেমির আজীবন সদস্য হয়েছেন। এ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লিও ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির সকল সদস্যরা অভিনন্দন জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বাংলা একাডেমির জন্ম ও বিকাশ বাংলাদেশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সাথে অবিচ্ছেদ্যভাবে বিজড়িত। প্রতিবছর ওই বাংলা একাডেমির রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিকদের বিশেষ সদস্যপদ দেন। সে তালিকায় জায়গা করে নিয়েছেন খুলনা জেলার দিগলিয়ার কৃতি সন্তান ও লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ।
তিনি লেখালেখি ও সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমীর এ আজীবন সদস্যপদ লাভ করেন। রবিবার (২৯ অক্টোবর )বাংলা একাডেমীর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয় ।ভাষার সাহিত্য ,সংস্কৃতি, বিজ্ঞান ,শিল্পকর্ম ,সাংবাদিকতা ও সামাজিক বিজ্ঞান পদ দেন। সে বিশেষ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে সদস্য পদ দিয়েছেন বাংলা একাডেমি।