ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৩ ২০:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬৩ বার


নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানবাধিকার  লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের জন্য নওগাঁয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ডিসেম্বর/২৩ (রবিবার) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেডির মোড় এলাকায় মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, নওগাঁ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারি টিপু, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মুস্তারী কলি, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।

এতে বক্তারা বলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ জাতিসংঘের অধিভুক্ত পৃথিবীর প্রত্যেকটি দেশে পালন করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে বাংলাদেশে আজ মানবাধিকার সর্বস্তরে লঙ্ঘন করা হচ্ছে। বিশেষ করে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে।

বক্তারা আশা প্রকাশ করে সরকারের উদ্দেশ্যে বলেন আজ থেকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক।


   আরও সংবাদ