ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৬ বার
ইসরায়েল ও হামাসের যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। গাজায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯ হাজার ৫০০ জন।
রোববার (১০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানায়। খবর- রয়টার্স'র।
এমন পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজার কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
এদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দাফায় গোলাবর্ষণের ঘটনা ঘটছে।
গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের পক্ষ নেয় লেবাননের প্রভাবশালী সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে লেবাননের ইরান-সমর্থিত এই গোষ্ঠী।