ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এটি দলগত সাফল্য ও একাগ্রতার ফল: নাহিদা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৪ বার


এটি দলগত সাফল্য ও একাগ্রতার ফল: নাহিদা

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাস হয়ে থাকবেন নাহিদা আকতার। দেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরষ্কার জিতেছেন এই অফ-স্পিনার।

স্বদেশী ফারজানা হক ও পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবালকে পেছনে ফেলে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী এই এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় নাহিদা বলেন, ‘এই পুরস্কার নারী ক্রিকেটের অগ্রযাত্রার একটি স্বাক্ষর’।

দারুণ এই সাফল্যের পেছনে পুরো দলকে কৃতিত্ব দিয়ে নাহিদা বলেন, ‘আমার সাফল্যের পেছনে ভূমিকা পালন করে সমগ্র টিম। এই সাফল্য একটি দলগত সাফল্য ও একাগ্রতার ফল বলে আমি মনে করি।’

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ১৪.১৪ গড়ে নেন সাতটি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ৮১ রানে অল আউট হয়ে গেলেও তবে বাঁহাতি এই স্পিনার হাল ছাড়েননি। নাহিদা নেন ৩টি উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতে, তিনি ৪৩ রানে ১টি উইকেট নেন। সেই ম্যাচ টাই হলেও নাহিদাকে সুপার ওভার বোলিং করার দায়িত্ব দেওয়া হয়। ২৩ বছর বয়সী এই এই বাঁহাতি স্পিনার মাত্র সাত রান দিয়ে নেন দুটি উইকেট। সেই ম্যাচ সহজে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও অলিখিত ফাইনালে নাহিদা ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে এবং পাকিস্তানকে ১৬৬/৯ রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সাহায্য করেছিলেন নাহিদা। রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪৭ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

নাহিদা এর মধ্যেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।


   আরও সংবাদ