ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বৈঠকে ৩ গ্রেনেড মেরে ২৬ জনকে আহত করলেন কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৫:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৬ বার


বৈঠকে ৩ গ্রেনেড মেরে ২৬ জনকে আহত করলেন কাউন্সিলর

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে কাউন্সিলের বৈঠকে ৩টি গ্রেনেড নিক্ষেপ করেছেন এক ডেপুটি কাউন্সিলর। এ ঘটনায় বৈঠকে অংশ নেওয়া ২৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের দপ্তরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির

বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। ফুটেজে দেখা গেছে, প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা হচ্ছিল বৈঠকে। এরমধ্যে ওই ব্যক্তি সেখানে আসেন। পরে একটু সামনে গিয়ে ৩০ সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকেন। এর পরই বৈঠক কক্ষের মাঝখানে ৩টি গ্রেনেড নিক্ষেপ করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলার কারণে দেশটির অনেক সাধারণ মানুষের হাতে অস্ত্র চলে এসেছে। এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা, তা জানা যায়নি।


   আরও সংবাদ