ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌম্যর রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮৬ বার


সৌম্যর রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাটিতে এখনও ওয়ানডে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আজ একটা সুযোগ এলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে হারের স্বাদ পেতে হলো টাইগারদের। ডানেডিনে প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ আজ নেলসনে হারল সিরিজ।

সকালে সাক্সটন ওভালে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৯১ রান করে সফরকারীরা। ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে অ্যাডাম মিলনের বলে ক্যাচ দেন আনামুল হক বিজয় (২)।

এরপর নাজমুল হোসেন শান্তকে ৬ রানে ফেরান জ্যাকব ডাফি। লিটন দাসকেও ৬ রানে ফেরান ডাফি। তবে সৌম্য সরকারের সঙ্গে থিতু হওয়ার চেষ্টায় থাকা তাওহীদ হৃদয় ১২ রান করে সাজঘরে ফিরেন অনাকাঙ্ক্ষিত রান আউট হয়ে।

দলীয় ৮০ রানে চার উইকেট হারিয়ে ফেললেও সৌম্য সরকারের ব্যাটে রান আসছিল দ্রুত। মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে ফিফটি তুলে নেন সৌম্য। ৫৭ বলে ৪৫ রান করে মুশফিক সাজঘরে ফিরেন ডাফির বলে ক্যাচ দিয়ে।

এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬১ রানের জুটি বেঁধে ১১৬ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক। সেঞ্চুরি তুলে সৌম্যর ব্যাট চড়াও হয় কিউই বোলারদের উপর। মিরাজ ১৯ করে ফিরলেও সৌম্য টিকে থাকেন শেষ ওভার পর্যন্ত।

৫০তম ওভারের প্রথম বলে নিকলসের হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেন ১৫১ বলে ২২টি চার ও ২ ছক্কায় ১১১.৯২ স্ট্রাইক রেটে ১৬৯ রানের ইনিংস। এতে পেছনে পড়েছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন সৌম্যের। ২০০৯ সালে শচীনের করা ১৬৩ রান এখন নেমে গেছে দুইয়ে।

নিউজিল্যান্ডের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও উইলিয়াম। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, জশ ক্লার্কসন ও আদি আশোক।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। দুজনের জুটি ভাঙে ৪৫ রান করা রাচিনের বিদায়ে। হাসান মাহমুদের শর্ট ডেলিভারিতে বাউন্ডারি হাঁকাতে গেলে রিশাদ হোসেন নেন দুর্দান্ত ক্যাচ।

এরপর ১২৮ রানের জুটি গড়েন উইল ইয়াং ও হ্যানরি নিকলস। ফিফটি পূর্ণ করে শতকের অপেক্ষায় থাকা ইয়াংকে (৮৯) কট এন্ড বোল্ড করে সেঞ্চুরি বঞ্চিত করেন হাসান। সেঞ্চুরি বঞ্চিত হন হ্যানরি নিকলসও। ৯৫ (৯৯) রানের মাথায় হ্যানরিকে ফেরান শরিফুল ইসলাম। ততোক্ষণে কিউইদের জয় সময়ের ব্যপার কেবল। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪৬.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। টম ল্যাথাম ৩৪ ও টম ব্লান্ডেল ২৪ রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।


   আরও সংবাদ