ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৫ বার


গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার

ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যা গাজা ভূখণ্ডের ২.২ মিলিয়ন জনসংখ্যার ১ শতাংশ।

হামাস বলছে, মিশরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বোমা হামলাসহ এলাকা ঘিরে ইসরায়েলি বিমান হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

হামাসের দাবি, জাতিসংঘের যুদ্ধবিরতির ভোট বিলম্বিত হওয়ায় গাজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস গোষ্ঠীকে ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী।

বুধবার (২০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেছেন, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো। হামাসকে নির্মূল না করে বিজয় না আনা পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

যখন গাজা উপত্যকায় দ্বিতীয় মানবিক বিরতির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তখনই এমন বার্তা এসেছে নেতানিয়াহুর কাছ থেকে। বিবিসি


   আরও সংবাদ