ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৪ ১৪:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৪ বার
জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে স্বতন্ত্র প্রার্থীর শাহিনুজ্জামানের পক্ষে টাকা নেওয়ার সময় সহকারী প্রিজাইডিং শশারিয়াবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার কুদরতে খোদা আইয়ুব আলীকে হাতে নাতে ধরেছে জনতা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানাগেছে, সারাদেশের ন্যায় ৭ জানুয়ারী অবাধ নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচন কমিশন ৯২টি কেন্দ্র ভোট গ্রহনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং,পুলিশ,আনছার,পোলিংসহ ভোট গ্রহনের সকল সরঞ্জামাধী দিয়ে প্রতিটি কেন্দ্রে পাঠিয়ে দেন।
রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামানের পক্ষে তিন ব্যক্তি সহকারী প্রিজাইডিং উত্তর শশারিয়া বাড়ী খান পাড়া দাখিল মাদরাসার শিক্ষক কুদরতে খোদা আইয়ুব আলী চৌধুরীকে ২৫ হাজার টাকা সহ ধৃত করে জনতা ।
সহকারী প্রিজাইডিং উত্তর শশারিয়া বাড়ী খান পাড়া দাখিল মাদরাসার শিক্ষক কুদরতে খোদা আইয়ুব আলী চৌধুরী - শাহিনুজ্জামান সমর্থিত বাবু,লাভলু,বুরহান নাম উল্লেখ করে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে দলীয় কার্যালয়ে দ্রুত সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম বলেন- সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচনে যেখানে বদ্ধ পরিকর। সেখানে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামান প্রিজাইডিং সহকারী প্রিজাইডিংদের নিদিষ্ট নাম্বার থেকে বিকাসের মাধ্যমে এবং বিভিন্ন কেন্দ্রে নিজেদের লোকের মাধ্যমে কালো টাকার বিনিময়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিমধ্য হাতেনাতে ধরা পরেছে।আমরা তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান-আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।