ঢাকা, শনিবার, ১৪ জুন ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রথমবার এমপি হয়ে প্রথমবার পিতা হওয়ার মতো লাগছে: ইবরাহিম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৪ ১৫:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৬ বার


প্রথমবার এমপি হয়ে প্রথমবার পিতা হওয়ার মতো লাগছে: ইবরাহিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। শপথ নিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতো।

বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন তিনি।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শুকরিয়া, ভোটারদের প্রতি ধন্যবাদ। প্রথমবারের মতো এমপি হয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমবার এমপি হলে ভালোই লাগে। প্রথমবার পিতা হবার মতো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।


   আরও সংবাদ