বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৪ ২১:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৩ বার
অমিত পাল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালের নীরা গোসাইয়ের সেবাশ্রমে পৌষ পার্বনের পিঠা উৎসবে ভিড় জমিয়েছে লাখে লাখে ভক্ত ও দর্শনার্থী ৷ একদিকে চলছে ধর্মীয় সংকীর্তন অন্যদিকে ভক্তদের পরিবেশন করা হচ্ছে প্রসাদ৷
জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দীঘির পাড় একটি প্রত্যন্ত এলাকা। দিঘীর পাড় থেকে আনুমান ২০০ গজ দক্ষিনে অবস্থিত শ্রী শ্রী নিরাপদ গোসাই সেবশ্রম। ঠিক কবে থেকে এত আড়ম্বরপূর্নভাবে হিন্দু (মতুয়া) সম্প্রদায়ের এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে তার সঠিক হিসাব জানা না থাকলেও লোকমুখে প্রচারের ভিত্তিতে জানা যায়, নিরাপদ গোসাই একজন আধ্যাতিক গুরু।
সোমবার (১৫ জানুয়ারী) মকর সংক্রান্তির সকাল থেকেই চলে পিঠা তৈরীর আয়োজন ৷ সেখানে আগত সকল ভক্তদের পরিবেশন করা হয় পিঠা পায়েস সহ নানা প্রসাদ ৷
সরজমিনে দেখা গেছে , মেলা প্রাঙ্গনে পুরুষ-মহিলা সহ লখো মানুষের সমাগম । এই সেবাশ্রম মতুয়াদের তীর্থধাম হলেও সেখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহনে পরিণত হয় মিলনমেলায় ৷ অনুষ্ঠানে বিশৃঙ্খলতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনিও সর্বদা তৎপর ৷
এছাড়া প্রতি বছর ফাল্গুন মাসের ১০,১১,১২ তারিখ বারুনী স্নান উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী এই মেলায় আগমন ঘটে লাখো মানুষের। ধর্মীয় সংগীত, ভাব কির্তন আর পূন্যার্থীদের পদচারনায় মূখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।
সেবাশ্রমের আয়োজকদের বেশ কয়েকজন জানান,
নিরাপদ গোসাই একজন আধ্যাত্মিক মানুষ। তার টাকা পয়সার কোন চাহিদা নেই। তিনি শুধুমাত্র হরিনাম বিতরন করেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে বাবার অসংখ্য ভক্ত। মূলত ধর্মীয় ভাবগাম্ভীর্যে মনের প্রশান্তি লাভ করতে মানুষ প্রতি বছর এই সেবাশ্রমে আসে ৷ আধ্যাত্নিকতার এই অঙ্গন জনাকীর্ন হয় মিলনমেলায় ৷